তিনি ক্রিকেটের আগে নিজের ধর্ম ইসলামকে প্রাধান্য দেন। অনুশীলনের সময় নষ্ট করে নামাজ পড়েন । এমন সব অভিযোগ ওঠে ভারতীয় ক্রিকেট কোচ ওয়াসিম জাফরের বিরুদ্ধে। যার পর কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ভারতের হয়ে ৩১ টেস্ট আর ২টি ওয়ানডে খেলেছেন। ওয়াসিম জাফরের বিরুদ্ধে ইসলামপ্রীতি এবং নামাজ নিয়ে ওঠা অভিযোগ ভালো চোখে দেখছেন না অনেকেই। এই কঠিন সময়ে ওয়াসিম জাফরের পাশে দাঁড়াচ্ছেন অনিল কুম্বলে, মনোজ তিওয়ারিরা। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ কুম্বলে এক টুইটে লিখেছেন, ‘পাশে আছি জাফর। ঠিক করেছো। ক্রিকেটাররা তোমার অভাব অনুভব করবে। মুম্বাইয়ের হয়ে একাধিক রঞ্জি ট্রফি জয় রয়েছে জাফরের ঝুলিতে। ওয়াসিমের সঙ্গে যা হলো তা মেনে নিতে পারছেন না তার সবশেষ কোচ ফয়জল। তিনি বলেন, খবরটা শুনে চমকে গিয়েছিলাম। ৪ মৌসুম খেলেছি ওর সঙ্গে। বিদর্ভ দলের প্রতিটি ক্রিকেটারের কাছে জাফর দাদার মতো। প্রকৃত ভদ্র মানুষ সে। কোনও ক্রিকেটারের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে দেখিনি ওকে। জাফরের পক্ষে টুইট করেন একটা সময় ভারতের জাতীয় দলে খেলা বাঙালি ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি লিখেছেন, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের তদন্ত করে দেখার জন্য। উদাহরণ হয়ে থাকবে জাফর।