পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সমর্থককে নামাজরত অবস্থায় কন্টেইনারের ওপর থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে চলা বিক্ষোভের সময় ওই ব্যক্তি কন্টেইনারের ওপর নামাজ পড়ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করছেন দলটির সদস্যরা। ইমরান খানের দলের দাবি, বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা চালিয়েছে পুলিশ। তাদের বর্বরতার বেশ কয়েকটি উদাহরণের মধ্যে এটি সবচেয়ে ন্যক্কারজনক। পিটিআই এক বিবৃতিতে বলেছে, ওই ব্যক্তি যখন একটি কন্টেইনারের উপরে নামাজ পড়ছিলেন, তখন সশস্ত্র কর্মকর্তারা তার দিকে এগিয়ে যায় এবং নির্মমভাবে তাকে তিন তলার সমান উঁচু ওই কন্টেইনারের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিবিসি লিখেছে, মঙ্গলবার ইসলামাবাদের জিন্নাহ এবং আতাতুর্ক অ্যাভিনিউয়ে ঘটনাটি ঘটে। তবে ওই ব্যক্তির বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি। একটি ভিডিওতে দেখা গেছে, আধাসামরিক বাহিনী পাকিস্তানি রেঞ্জার্সের চিহ্ন সম্বলিত অস্ত্র বহনকারী কর্মকর্তারা কন্টেইনারের ওপর হাঁটু গেড়ে বসা এক ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন। মঙ্গলবার গেটি ইমেজেসের পোস্ট করা একটি ছবি এবং ঠিক একই স্থানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় দেখা যায়। ভিডিও আর ছবির সাদৃশ্য থেকেই ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে বলে লিখেছে বিবিসি। এ বিষয়ে মন্তব্যের জন্য পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গেও যোগাযোগ করেছে বিবিসি।