নামফলকে বাংলা ব্যবহারের দাবিতে পথসভা ও মিছিল

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশের সংবিধান – প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিবন্ধন শর্ত মেনে চট্টগ্রাম শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানসহ সব নামফলকের উপরের ৬০ ভাগ বাংলায় ও নীচের ৪০ ভাগে অন্য যে কোন ভাষা ব্যবহারের দাবিতে ‘বাংলা ভাষা প্রচলন উদ্যোগ’ গতকাল নগরীতে পথ সভা ও মিছিল করেছে। ‘বাংলা ভাষা প্রচলন উদ্যোগ’ নাম দিয়ে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও জনমুখী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকমীরা নগরীর জিইসি থেকে ২ নং গেট পর্যন্ত বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান মালিকদের বাংলায় নামফলক লেখার আহ্বান জানান। তারা ব্যবসায়ীদের ১ ফেব্রুয়ারির পূর্বেই নামফলকে পরিবর্তন আনার দাবি জানিয়ে বলেন অন্যথায় মুক্তিযোদ্ধা জনতা নিজেরাই বাংলা ভাষার অবমাননাকারী নামফলক উচ্ছেদে নামবে। বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। পথসভা ও মিছিলসমূহে অংশ নেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান, প্রাক্তন জাসদ ফোরাম নেতা সোলায়মান খান, মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল, বাসদের মহিনউদ্দিন, ব্রিগেড ৭১ এর কাজী রাজেশ ইমরান, ইশতেয়াক রুমি, এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ বিপ্ল্লবী তারকেশ্বর স্মৃতি সংসদ নেতা প্রকৌশলী সিঞ্চন ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকথা কবিতা গানে উচ্চারকের ২০ বছরে পদার্পণ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধা চার্টার নাইট