‘বাংলা প্রচলন উদ্যোগ’ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরীতে এক ট্রাক মিছিল অনুষ্ঠিত হয়। চকবাজার মোড়ে এক পথসভার মাধ্যমে ট্রাক মিছিলের উদ্বোধন করেন ডা. মাহফুজুর রহমান। এরপর ট্রাক মিছিল চকবাজার, বহদ্দার হাট, মুরাদপুর, ২ নং গেইট, জিইসি মোড়, ওয়াসা মোড়, খুলশী, একেখান, অলংকার, নয়াবাজার, বড়পোল, বেপারীপাড়া,বাদামতলী, আগ্রাবাদ বারিক বিল্ডিং, নিউমার্কেট, কোতোয়ালী, লালদিঘীপাড় , আন্দরকিল্লাহ হয়ে মিছিল চকবাজার এসে শেষ হয়। পথে পথে বহদ্দারহাট, মুরাদপুর, ওয়াসা, অলংকার মোড়, বড়পোল, আগ্রাবাদে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শাহ আলম ভুইয়া, দেওয়ান মাকসুদ, তৌহিদুল করিম কাজল, ড. ইদ্রিস আলী, সুজাউদ্দৌলা বাবুল, মশিউর রহমান খান, মহিনউদ্দিন, মারুফ হাসান রুমি, সিঞ্চন ভৌমিক, আবুল বশর হেলাল, লিটন ব্যানার্জি , হাসিনা আক্তার টুনু, দিলরুবা খানম ছুটি, সায়েম উদ্দিন, কাজী রাজেশ ইমরান, মো. আরিফউদ্দিন, মো. জানে আলম, ফরহাদুর হাসান মোস্তফা, চৌধুরী জসিমুল হক,এম কাওসার উদ্দিন, রকিব হাসান প্রমুখ। এতে বক্তারা সব প্রতিষ্ঠানের নামফলকের উপরের ৬০ ভাগ বাংলা ভাষায় লেখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।