নামজারি ফরম পূরণের আগে দিতে হবে কোর্ট ফি

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নামজারি আবেদন করার ক্ষেত্রে আগামী ১ ডিসেম্বর থেকে ফরম পূরণের আগে ২০ টাকার কোর্ট ফি পরিশোধ করতে হবে। সমপ্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে মিউটেশন সিস্টেমে অনলাইনে নামজারি আবেদন ফরম পূরণ করার পর কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মিলিয়ে মোট ৭০ টাকা একত্রে আবেদনকারীর কাছ থেকে নেওয়া হয়। খবর বাংলানিউজের।

এতে আরও বলা হয়, মিউটেশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবেদনকারীকে আলাদাভাবে প্রথমে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করে নামজারি আবেদন ফরমটি ৭ দিনের মধ্যে পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করে ফরমটি অনলাইনে জমা করতে হবে। এটি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধপানি-বিদ্যুতের দর এলাকাভিত্তিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধনতুন মজুরিতেই পোশাক শ্রমিকদের কাজ করতে হবে : প্রধানমন্ত্রী