বাঁশখালী উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে মো. ফোরকান (৩৩) নামে এক দালালকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এসময় নামজারি করে দেওয়ার জন্য এক ভূমি মালিকের কাছ থেকে নেয়া টাকা উদ্ধার করে ঐ ভূমি মালিককে ১১শ ৭০ টাকায় নামজারি খতিয়ান করে দেয়া হয়।
জানা যায়, সরল ইউপির জালিয়াঘাটা এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. ফোরকান ভূমি অফিসে নামজারি খতিয়ান করতে আসা সরল ইউপির কাহারঘোনা এলাকার মো. ফখরুদ্দীনের কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ঘটনাটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানকে অভিহিত করলে তিনি ফোরকানকে আটক করে তার কাছ থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা উদ্ধার করেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভূমি অফিসে কোনো দালাল নিয়ে নয়, ভূমির মালিকেরা সরাসরি এসে তাদের সমস্যার সমাধান পাবে। তিনি কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে কাজ করে প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে সেবা গ্রহণের আহ্বান জানান।












