২৪ মার্চ ফেরি কপোতাক্ষ উদ্বোধন পর থেকে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে এ প্রথম যাত্রী ও গাড়ি নিয়ে যাত্রা শুরু করার পর আটকে গেছে ফেরি কপোতাক্ষ। আজ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করার পর সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের খালের মুখে আটকে যায় ফেরি। দীর্ঘ আট ঘন্টা আটকে থাকতে হবে পানি না থাকায়।
এসময় ফেরিতে তিনটি যাত্রী বাস ছাড়াও দেড় শতাধিক যাত্রী ছিল বলে জানায় ফেরি কর্তৃপক্ষ।
সন্দ্বীপের স্থানীয় সংবাদকর্মী ইলিয়াস সুমন বলেন, গুপ্তছড়া খালকে ড্রেজিং না করায় এধরণের পরিস্থিতিতে পরতে পারে আমরা আগেই আশংকা করেছিলাম। তিনি সন্দ্বীপের সন্তান উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে আবেদন জানিয়ে আরো বলেন, দ্রুত উভয় পাশের খালকে ড্রেজিং করে ফেরি স্টিমার যেন নির্বিঘ্নে আসাযাওয়া করতে পারে সেটির উদ্যোগ নেয়া হয়।
ফেরি মাস্টার সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ফেরি কপোতাক্ষ এ নৌ রুটে যাত্রা শুরুর পর এ প্রথম এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দ্রুত ড্রেজিং করা না হলে প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, বাসের বাইরে যেসব লুস যাত্রী ছিল তাদের প্রায় অর্ধেক স্পিড বোট দিয়ে চট্টগ্রাম চলে গেছে।
বাস যাত্রীদের বিষয়ে বাসের কর্তৃপক্ষ পক্ষ সিদ্ধান্ত নিবে। রাত ১০ টায় জোয়ার আসলে ফেরি তখন বাঁশবাড়িয়া ঘাটে যাবে বলে তিনি জানান।