নাবিকদের ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর: নৌ প্রতিমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের নাবিকদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সব পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর, নাবিকরা এখনও নিরাপদ ও সুস্থ আছেন, তবে জাহাজ এখন জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশের শিপিং ব্যবস্থা এখন বিশ্বের সঙ্গে জড়িয়ে গেছে। গতকাল আমরা যখন এ বিষয়টি অবহিত হয়েছি, তখন তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক যতগুলো উইং নৌ পরিবহনের কাজ করে, সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। নৌবাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ অনেক বেশি, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করেছি। খবর বিডিনিউজের।

আমাদের প্রথম গুরুত্ব হল যারা নাবিক আছেন, এবং সঙ্গে অন্য কেউ থাকলে তাদের জীবন নিরাপদ রাখা। নাবিকদের রক্ষা করা, উদ্ধার করা। বুধবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক যৌথ সভায় সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের ২৩ নাবিকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যে সকল জলদস্যু জাহাজকে আটকে রেখেছে, জাহাজ এখনও তাদের নিয়ন্ত্রণেই আছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। নাবিকরা এখনও নিরাপদ ও সুস্থ আছে। সম্মিলিতভাবে আমাদের দেশের সব উইং আন্তর্জাতিকভাবে যারা সহযোগিতা করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করছে। এখন আমাদের মূল লক্ষ্য নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনা।

নাবিকদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে কতদিন লাগতে পারে এ প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। জলদস্যুদের সঙ্গে থেকে কখন তারা মুক্তি পাবে সেটা বলা মুশকিল। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সুস্থভাবে তাদের ফিরিয়ে আনার সব ব্যবস্থা করার জন্য। আমরা কাজ করছি। তবে নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৫ জন গ্রেপ্তার হলেও মেলেনি ‘অপহৃত’ শিশুটির খোঁজ