নাবলুসে ইসরায়লি বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে এই অভিযান চলে। স্থানীয়রা এই অভিযানকে আক্রমণ হিসেবে উল্লেখ করেন। নিহতরা হলেন হামজা মকবুল ও খাইরি শাহীন। আল জাজিরার সংবাদদাতা অ্যালান ফিশার এমনটি জানিয়েছেন। পশ্চিম তীরের রামাল্লা থেকে ফিশার বলেন, ইসরায়েলি বাহিনী দুইজনকে খুঁজতে শহরে অভিযান চালায়, যাদের একজনের আলআকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। ফিশার বলেন, পুরোনো নাবলুসের একটি বাড়িতে কয়েকজনকে শনাক্ত করা হয়। ইসরায়েলি বাহিনী একটি লাউডস্পিকারে তাদের আত্মসমর্পণ করতে বলেছিল। খবর বাংলানিউজের।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, তাদের ক্রুয়েরা নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাবলুসের পুরোনো শহর থেকে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আজ
পরবর্তী নিবন্ধসাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধীর আবেদন খারিজ গুজরাট হাই কোর্টে