নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৯:৪৩ অপরাহ্ণ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে চারজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন নৌকার মালিক আবদুর রহমান এবং তার সহকারী নুর কালাম, শফি আলম ও আবুল কালাম। তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আবদুল গনি জানান, আবদুর রহমান নিজস্ব নৌকা নিয়ে চারজন জেলেসহ নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে হঠাৎ আরাকান আর্মির সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যায়। ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র একদিন পর এমন ঘটনা ঘটায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, আমাদের এলাকার একটি নৌকা ও চারজন জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ইহসান উদ্দিন বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদী ও সীমান্তসংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও এখনো প্রায় ১০০ জন জেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, নাফ নদীতে নিয়মিত টহল না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে বাধ্য হচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নগরীতে গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার প্রতিবাদ সমাবেশ