নাফ নদী থেকে বাংলাদেশি পাঁচ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মি সদস্যদের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে এসব জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম। ভুক্তভোগী জেলেরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)। জেলেদের পরিবারের সদস্যরা জানান, একটি নৌকা যোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা এদের মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

টেকনাফ২ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সাথে আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসাত কোম্পানিকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি
পরবর্তী নিবন্ধশীতকালীন সবজি চাষে ছন্দপতন