টেকনাফের নাফ নদে কাঁকড়া ধরতে গিয়ে বাংলাদেশি দুই যুবক অপহরণের শিকার হয়েছে। গতকাল বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও বিজিবি–২ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনার মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে ওই দুই যুবকের পরিবার।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফ নদের ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।