নাফ নদী থেকে দুই জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশমিয়ানমার সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া টেকনাফের দুই জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদের ছেলে আবুল কালাম (৪০)। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নাফ নদীর হোয়াইক্যং সীমান্তে একই এলাকার দুজন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, হোয়াইক্যং এলাকার দুই জেলেকে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি। তবে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের অবগত করেনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ঘরে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধস্বামী-স্ত্রী ও স্বর্ণ ব্যবসায়ী মিলে চোর চক্র