নাফ নদী থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

টেকনাফের নাফ নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪০-৪৫ বছর। লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছ বলে নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম। তিনি বলেন, বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদী এলাকায় এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের সভা
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা