কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত এলাকায় বস্তাবন্দি অজ্ঞাত দুই জনের মরদেহ ভেসে এসেছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফনদী এলাকায় ভাসমান মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ হবে।
অর্ধগলিত হওয়ায় এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, ভেসে আসা মরদেহ দুটির সঙ্গে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আবদুস সালাম ওরফে চাকমা ও তার শ্যালক শফি উল্লাহর মিল রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাদিমুরা এলাকার নাফ নদী তীরে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ দুইটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।