নাফ নদীতে গুলিবিদ্ধ জেলের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার বার্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে আহত বাংলাদেশি জেলে মো. ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে কঙবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে টেকনাফ সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে। আহত মোহাম্মদ ইসলামের ভাই কোরবান আলী বলেন, নাফ নদীতে ভাইসহ ৩ জন জেলে মাছ শিকারে যায়। সেখানে ৭ নভেম্বর সন্ধ্যার সময় মাছ শিকার করে ফেরার সময় মিয়ানমার বিজিপির ছোঁড়া গুলিতে আমার ভাই আহত হয়। উপকূলে ফিরে রাত ৮টার দিতে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খাঁন বলেন, নাফ নদীতে সৃষ্ট ঘটনায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি-২) বরাবর প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। যাতে আইনের শাসন সমুন্নত ও সীমান্তে সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক সম্পর্ক অটুট থাকে।

পূর্ববর্তী নিবন্ধনবম শ্রেণির শিক্ষার্থীকে বাড়িতে ঢুকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধঘর ভাঙছে ট্রাম্পের ডিভোর্সের জন্য সময় গুনছেন মেলানিয়া!