নাফ নদীতে কোস্টগার্ডের সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

অস্ত্রসহ আটক ১৬

উখিয়া ও টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের সাথে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ইয়াবা ও অস্ত্র গোলাবারুদসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারীকে আটক করার দাবি করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (০৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের মংডু জেলাধীন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে।

কোস্ট গার্ডের আভিযানিক দল উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যগণ ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে বোটটি কোস্ট গার্ডের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।

এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজ করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায় এবং অভিজানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়।

বোটটিতে তল্লাশি চলাকালে ইঞ্জিনরুমে একজন পাঁচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ১০ হাজার পিস ইয়াবা, ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৩ রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারীকে আটক করা হয় বলে জানায় কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় এলজি ও কার্তুজসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৩