নাফ নদীতে অভিযান, ৫ কেজি আইস ও ৫ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

টেকনাফে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার নাফ নদীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন গতকাল সংবাদ ব্রিফিংয়ে জানান, মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি কয়েকটি উপদলে নাফ নদীতে কৌশলগত অবস্থান করে। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা নদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের সীমানায় পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহলদল। পরে প্যাকেটের ভিতর হতে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। মাদককারবারীদের আটকের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গুতে একদিনে ২১৪৯ রোগী ভর্তি, মৃত্যু ৯ জনের
পরবর্তী নিবন্ধসাঈদীর মৃত্যু : ডাক্তারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি