নাফনদে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৯:৩৬ অপরাহ্ণ

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধ হলো টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১২ মে) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তে নাফনদে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নাফনদে মাছ ধরতে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, নাফনদে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। জেলেরা বাংলাদেশ অংশেই ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় পাহাড়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিটস্ট্রোক একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা এনাম গ্রেফতার