কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলিসহ ৩ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।
তারা হলেন-টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) ও একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।
বুধবার (৩০ অক্টোবর) রাতে টেকনাফের লেদা নাফনদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিল ৩০ অক্টোবর রাতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফনদী পেরিয়ে লেদা খালেরমুখ দিয়ে নৌকায় কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের ঢুকবে।
এমন তথ্যে লেদা বিওপির নৌ-টহলদল নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এ সময় ৩ ব্যক্তি নৌকা করে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসলে বিজিবির নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হয়।
অধিনায়ক আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করলে তাদের কাছ থেকে ১ টি দেশিয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন, বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে তারা ডাকাতি করেন। পরে গ্রেফতার ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।