নান্দীমুখ রঙ্গমেলা

পথ চলার ৩১ বছর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা, হতাশা, ভালোবাসা- এসব ব্যক্ত করার জন্য নাটক হচ্ছে এ জনপদের প্রাচীন শিল্পমাধ্যম। যেকোনো বিপরীত প্রতিকূলতায় নাট্য সংগঠনগুলোর মুহূর্তে বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস তাদের দৃঢ়বদ্ধ সংহত ও সফল করেছে। এদেশের নাট্যকর্মীরা সব ধরনের লোভ, মোহকে তুচ্ছ করে শিল্পের এই শাখাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। তারই ধারাবাহিকতায় সৃষ্টিশীলতা আর মানবিকতার দায় কাঁধে নিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে নাট্য সংগঠন নান্দীমুখ। প্রাণবন্ত বোধের শিল্পিত উদ্ভাস সৃষ্টির উন্মাদনায় উজ্জীবিত ও লোকজ অনুষঙ্গ প্রয়োগে একনিষ্ঠ নাট্য সংগঠন নান্দীমুখ তার পথ চলার ৩১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে দুদিনব্যাপী আয়োজন করেছে ‘নান্দীমুখ রঙ্গমেলা’। নান্দীমুখ কথামালা, নাটকের গান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই আয়োজনকে সাজানো হয়েছে। গতকাল শুক্রবার নান্দীমুখ মঞ্চায়িত নাটক উর্ণাজাল নাটকের গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। নান্দীমুখ কথামালায় অংশগ্রহণ করেন নাট্যজন শিশির দত্ত, প্রদীপ দেওয়ানজী, অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক সনজীব বড়ুয়া, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদার। আলোচকবৃন্দ বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে একটি নাট্য সংগঠন টিকে থাকা ও সাবলীল পথচলা গৌরবের বিষয়। যেকোন সংকটে নাট্য কর্মীরা এগিয়ে এসেছে নাটকের মাধ্যমে প্রতিরোধ গড়েছে অপশক্তির বিরুদ্ধে। নাটকের উদ্দেশ্য দর্শক তৈরি করা না, মানুষ তৈরি করা।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় ধর্মীয় অনুষ্ঠান