নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন গত ১৭ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নাট্যজন আতাউর রহমান ও চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, অতিথি ছিলেন নাট্যগবেষক আশীষ গোস্বামী। সভাপতিত্ব করেন নান্দীমুখের দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী ও অভিনেত্রী কঙ্কন দাশ।
দশদিন্যবাপী এই নাট্য উৎসবের উদ্বোধনী দিনে গণায়ন মঞ্চায়ন করে শেক্সপিয়রের নাটক ‘জুলিয়াস সিজার’। গতকাল শুক্রবার লোকনাট্য দল ‘তপস্বী ও তরঙ্গিনী’, আজ থিয়েটার গ্রুপ গুম্বো (জাপান) টিয়েরুম অন দ্য বর্ডার মঞ্চস্থ হবে। এই উৎসবে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জাপান, মেক্সিকো, স্পেন ও সুইডেনের ১২টি নাট্যদল অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের শত্রুরা প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে দিয়েছে : কাদের
পরবর্তী নিবন্ধসমাবেশ বানচালে ‘পুলিশ লাগিয়ে দিচ্ছে’ : ফখরুল