নানুপুর লায়লা-কবির কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

নানুপুর লায়লাকবির কলেজে গত ১৯ জানুয়ারি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম একরামুল হক।

জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম ইভেন্ট ছিল ক্বেরাত, হামদ ও নাত। ক্বেরাতে ১ম ২য় ৩য় হয়েছে মেজবাহ, হাজেরা ও জান্নাতুল মাওয়া। হামদে জান্নাতুল নাঈম, ইসরাত জাহান, জান্নাতুল মাওয়া, নাতে রাসূল (.) বিষয়ে জান্নাতুল মাওয়া, মেজবাহ উদ্দিন ফজলে আমিন, বিতর্কে নূরে জান্নাত, ফাহিমা হাশেম ও জান্নাতুল মাওয়া, আল আমিন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় শাহরিয়ার অনীক, রচনা প্রতিযোগিতায় কানিজ মোস্তফা, মনীষা ইসলাম, অর্পিতা কামাল, গানে আল আমিন, মেজবাহউদ্দিন, চিংসাসং মারমা, উপস্থিত বক্তৃতায় ফাহিমা জান্নাতুল মাওয়া, জান্নাতুল তানহা, ধারাবাহিক গল্পে আল আমিন, সাজ্জাদ, জান্নাতুল মাওয়া, আবৃত্তিতে সাইরাতুল ফেরদৌস, ইসরাত মেজবাহউদ্দিন পুরস্কার পায়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক নইম কাদের, অধ্যাপক অনুপম চৌধুরী, অধ্যাপক পংকজ দেব, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক সামিরা কুমকুম, অধ্যাপক মোসলেম উদ্দিন, অধ্যাপক কণিকা বৈষ্ণব, অধ্যাপক অনুপম চৌধুরী, অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, অধ্যাপক মেজবাউল আলম অধ্যাপক ইসমাইল উদ্দিন, অধ্যাপক রূপন দাশ, অধ্যাপক আহসান আরিফ, অধ্যাপক রিয়া হাওলাদার, অধ্যাপক আমির হামজা, অধ্যাপক মোহাম্মদ বাদশাহ আলম, অধ্যাপক গাজী ওবায়দুল হক, অধ্যাপক শওকত ওসমান, অধ্যাপক মিশন আহমদ, অধ্যাপক সাদিয়া শামীম, অধ্যাপক সুজিত সরকার, অধ্যাপক জান্নাতুল জীপা, অধ্যাপক সাদিয়া নওরিন, অধ্যাপক জেসমিন আকতার, অধ্যাপক তৌহিদুল আলম, অধ্যাপক হাবিবা ইয়াছমিন, অধ্যাপক খালেদ সরোয়ার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন অধ্যাপক রিয়া হাওলাদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধগণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে