নানুপুর গৌতম বিহারে শ্রদ্ধালংকার মহাথেরোর পেটিকাবদ্ধ অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নানুপুর গৌতম বিহার প্রাঙ্গণে গত রোববার সকাল ৯টায় দক্ষিণ ফটিকছড়ি-উত্তর রাউজান অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি ও আঞ্চলিক সংঘপ্রধান সদ্ধর্মধ্বজ শ্রদ্ধালংকার মহাথেরোর পেটিকবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ১ম পর্বে প্রয়াত ভান্তের মরদেহ পেটিকা বদ্ধকরণসহ অষ্টপরিষ্কারদান ও সংঘদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরো এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর গৌতম বিহারের বর্তমান অধ্যক্ষ ভদন্ত সুমনলংকার ভিক্ষু। দুপুর ২টায় প্রয়াত ভান্তের পেটিকাবদ্ধ মরদেহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সম্মুখে প্রদর্শন করা হয়। দিনের ২য় পর্বে সদ্ধার্মালোচনা অনুষ্ঠান বিকাল ৩টায় মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথেরো। সভা উদ্বোধন করেন অষ্টগ্রাম ভিক্ষু সমিতির আঞ্চলিক কার্যকরী সভাপতি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বিহারের বিহারাধ্যক্ষ সুগতপ্রিয় মহাথেরো মহোদয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির কোভিড-১৯ বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে সিপিডিএলের দ্যা লিভিং পয়েট্রির আত্মপ্রকাশ