নানুপুর-খিরাম ইউপি নির্বাচন প্রতীক নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা

ফটিকছড়ি প্রতিনিধি  | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার খিরাম এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা নির্বাচনী প্রতিশ্রুতি। সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করার আশ্বাস দিচ্ছেন। প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোট হবে। একই সঙ্গে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলার খিরাম ও নানুপুর ইউপিতে ভোট আগামি ৯ মার্চ। এ দুই ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জনসহ মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রতীক পাওয়ার পর প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ, উঠান বৈঠক। ঘুরছেন বাজারঘাটে। কথা বলছেন ভোটারদের সঙ্গে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নানুপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী রোশন আনারস প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোন পদপদবী ছাড়া সামাজিক এবং মানবিক কাজের সাথে জড়িত আছি। এবার সর্বস্তরের মানুষের অনুরোধে নির্বাচনে এসেছি। প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। আশা করি, নানুপুরবাসী আমাকে নির্বাচিত করবেন। খিরামের বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন, অবহেলিত খিরামের জন্য কাজ করে খিরামের পরিবেশ পাল্টে দিয়েছি। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলেছি। মানুষ ভোট দিয়ে তার প্রতিদান দিবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে পরিশুদ্ধ করে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে
পরবর্তী নিবন্ধএকুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়াকার সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান