নানিয়ারচর জগন্নাথ মন্দিরে অষ্টপ্রহর মহানামযজ্ঞ শুরু

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৫০ পূর্বাহ্ণ

নানিয়ারচর সদরস্থ সার্বজনীন জগন্নাথ মন্দিরে পৌষ সংক্রান্তি তিথিতে তিন দিনব্যাপী (১৩, ১৪ ও ১৫ জানুয়ারি) অষ্টপ্রহর মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে- আজ মহানামযজ্ঞের শুভ অধিবাস, কাল অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ এবং দুপুরে ও রাত্রে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, ১৫ জানুয়ারি মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর কীর্ত্তন, অনুষ্ঠানে শ্রীনাম শুনাবেন ঠাকুর অনুকুল সম্প্রদায়, ব্রজ বৃন্দাবন সম্প্রদায়, গীতাঞ্জলী সম্প্রদায় এবং রাম ঠাকুর সম্প্রদায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধকাল প্রয়াসের শীতবস্ত্র বিতরণ