রাঙামাটির নানিয়ারচরে বিরল প্রজাতির এক বন বিড়াল উদ্ধার করে পরে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় নানিয়ারচর উপজেলার দুর্গম বুড়িঘাট এলাকার কাপ্তাই লেকের শাখার চেঙ্গী নদীর পাশে আউয়াল মিয়ার সবজি জমির জালে সেটি আটকা পড়ে। বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীরা উপজেলা প্রশাসনকে জানায়। এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি ও নানিয়ারচর থানার ওসি মো. সাব্বির রহমান ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে বন বিড়ালটিকে উদ্ধার করে নানিয়ারচর বনবিভাগের নিকট হস্তান্তর করা হলে তা অবমুক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, এ ধরনের প্রাণী জাতীয় সম্পদ। এদের পাওয়া গেলে হত্যা বা ক্ষতি না করে উপজেলা প্রশাসন, বনবিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, এটি বনবিড়াল প্রজাতির উভচর প্রাণী। এরা খাদ্যের জন্য পানিতে নেমে মাছও শিকার করে থাকে।