রাঙামাটির নানিয়ারচরে বজ্রপাতে পান্ডব রাজ চাকমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইমাদুল ইসলাম (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক এ ঘটনা ঘটে। নিহত পান্ডব ওই এলাকার বিমল চাকমার ছেলে এবং আহত ইমাদুল বুড়িঘাট ইউনিয়নের নয়া মিয়ার ছেলে।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।