রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নানিয়ারচরের ৪ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়ি পুর্ব পাড়া এলাকায় (রাঙামাটি–নানিয়ারচর) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রীর নাম ন্যান্সি চাকমা (১৮)। তিনি বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলীর ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। ন্যান্সি রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যান্সি চাকমা সকালে নিজ বাড়ি থেকে তার বড় ভাই দীপেন দেওয়ানের সাথে মোটরসাইকেল যোগে রাঙামাটি যাচ্ছিলেন।
ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ন্যান্সি চাকমা গুরুতর আহত হন। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন।












