নানিয়ারচরে ইউপিডিএফের চাঁদা কালেক্টর নিহত

নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক এলাকায় নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে ইউপিডিএফের এক চাঁদা কালেক্টর নিহত হয়েছে। নিহতের নাম সাজেক চাকমা ওরফে নয়ন(৩৫)।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, নিহত নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা দীর্ঘদিন ধরে ১৮-১৯ মাইল এলাকায় ইউপিডিএফের হয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে চাঁদা আদায় করত। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদা আদায়ের সময় নিরাপত্তাবাহিনী তাকে ধরতে গেলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এসময় পাল্টা গুলিতে ঘটনাস্থলে সাজেক চাকমা নিহত হয়। এসময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি এসএমজি ও ৬ রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধউৎসব নয়, বিকল্প উপায়ে শিক্ষার্থীর হাতে যাবে প্রাথমিকের বই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনেই ১৮শ নমুনা পরীক্ষা