নানা বা‌ড়ি‌ থে‌কে বা‌ড়ি‌তে ফেরা হ‌লো না সায়মার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ মে, ২০২১ at ৮:৩৯ অপরাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার আহমদ ফকির বাড়ির নানা আব্দুস ছত্তারের বাড়িতে বেড়াতে এসে সায়মা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।
গতকাল শনিবার (২২ মে) রাত ১টার সময় ভয়াবহ এ অগ্নিকাণ্ড সংঘটিত হয় পুঁইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায়।
এ ঘটনায় ৮টি বসতঘরের ১৯টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলেও বের হতে পারেনি সায়মা নামের এক কন্যা শিশু।
নিহত সায়মা একই ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৫ নম্বর ওয়ার্ড এলাকার আমান উল্লার সন্তান। সায়মার আরেক বোন আছে। তারা দুই বোনের মধ্যে সাইমা বড়।
সে স্থানীয় পূর্ব পুঁইছড়ি কাচারি পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে গত বৃহস্পতিবার ফকিরা বাড়ির নানা আব্দুস ছত্তারের বাড়িতে খালার সাথে বেড়াতে আসে।
তার বেড়াতে আসা যেন কাল হয়ে দাঁড়ালো। অগ্নিকাণ্ডে নানার বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়, সাথে সায়মাকেও অগ্নিদগ্ধ হয়ে চলে যেতে হলো না ফেরার দেশে।
অগ্নিদগ্ধ নিথর অঙ্গার দেহটিই বাপ-দাদার পা‌শে কবর দেওয়া হ‌বে ব‌লে জানান প‌রিবা‌রের লোকজন।
গভীর রা‌তে অ‌গ্নিকা‌ণ্ডের সময় বা‌ড়ির মালামাল পু‌ড়ে ছাই হ‌লেও সবার অ‌গোচ‌রে সায়মাও পু‌ড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সায়মাকে বাঁচানো গেল না। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় সায়মার পুরো শরীর। পরে সায়মাকে নিহত অবস্থায় উদ্ধার করেন বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।
এদিকে আকস্মিক অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় নিহত সায়মার পরিবারে ও তার নানার পরিবারে চলছে শোকের মাতম। শিশু সায়মার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পুরো এলাকা বাকরুদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপটি এখন নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধ৩৩ রানে টাইগারদের জয়