নানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু আরিয়ানের লাশ উদ্ধার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ২:২৮ অপরাহ্ণ

ঢাকা থেকে চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু মেহেরাব ইসলাম আরিয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরী হালিশহর শাপলা আবাসিকের নানার বাড়ির অদূরে মসজিদের পাশে নির্মাণাধীন ভবনের জমে থাকা পরিত্যক্ত পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন শিশুটির এক আত্মীয়।

জানা যায়, করোনা মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দী জীবন থেকে একটু পরিত্রাণ পেতে সাইফুল ইসলাম জুয়েল ঢাকা থেকে প্রায় দুই মাস আগে ১ ছেলে ও এক মেয়েকে নিয়ে স্ত্রীসহ শ্বশুর বাড়িতে আসেন। পরে তাদের রেখে কর্মস্থল ঢাকায় চলে যান জুয়েল। নানা বাড়িতে প্রতিদিন বাচ্চারা খেলতে ঘরের সামনে গেটের বাইরে বের হত। মঙ্গলবারও বিকেলের দিকে বের হয় আরিয়ান। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে আর পাওয়া যাচ্ছিল না তাকে। আশপাশের সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও আরিয়ানকে পায়নি তার পরিবার। পরে পরিবারের পক্ষে পাহাড়তলী থানায় নিখোঁজ বিষয়ে একটি ডায়েরি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা আক্রান্ত ২১ হাজার ছাড়ালো