নানা বাড়িতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৪:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় তাওসিফ আলম ওয়ালিদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার রেললাইনে উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওয়ালিদ একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ার শাহ আলমের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, রেললাইনের পাশেই শিশু ওয়ালিদের নানা বাড়ি। প্রায় ১৫ দিন পূর্বে মায়ের সাথে শিশুটি নানা বাড়িতে বেড়াতে

আসে। ঘটনার দিন দুপরের খাবার খাওয়ার জন্য নানা বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল। ট্রেন আসার শব্দ পেয়ে পরিবারের সবার অগোচরে শিশুটি রেললাইনে চলে যায়। এ সময় ঢাকাগামী দ্রুত গতির কঙবাজার এঙপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ লোকমান জানান, দুপুরে ঢাকাগামী কঙবাজার এঙপ্রেস লোহাগাড়া স্টেশন অতিক্রম করেছে। তবে ট্রেনের ধাক্কায় শিশু নিহতের ঘটনার ব্যাপারে জানেন না তিনি। এ ব্যাপারে থানাকে কেউ অবগত করেনি বলে জানান লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি নেয়া বেশিরভাগ ব্যবসায়ীই চাল আমদানি করেননি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু