নানা কর্মসূচিতে কমার্স কলেজ ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটা সহ নানা কর্মসূচি পালন করা হয়।

কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভির সঞ্চালনায় ‌’পিতার লালিত স্বপ্নে কন্যার আত্মনিবেদন, বাংলাদেশের উন্নয়ন’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অকৃত্রিম অবদানের ভূয়সী প্রশংসা করে দীর্ঘায়ু কামনা করেন।

এরপর কলেজ ক্যাম্পাসে অবস্থিত ‘বঙ্গবন্ধু মঞ্চে’ কলেজ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পরে ক্যাম্পাস চত্বর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, শুভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, আরিফুর রহমান, মিরাদুল আলম, প্রচার সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সোহাগ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক সৈকত চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আসিফ মাহমুদ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, আপ্যায়ন সম্পাদক আবু বকর নয়ন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব বিন করিম, সহ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, রাশেদ রানা রাফি, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, রাজ কুমার দে, সদস্য তামীম এহসান, নাজমুল আলম আশিক, ফাহিম আসহাব, আল মাহতাব সানভী, ওমর ফারুক এবং অভি মিত্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে মৃত ডলফিন উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ক‌লেজ ছাত্রী‌কে বি‌য়ের প্রলোভনে ধর্ষ‌ণ, ধর্ষক আটক