নানা কর্মসূচিতে অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

আজাদী ডেস্ক

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের কবরে দিনব্যাপী পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁর রূহের মাগফেরাত কামনায় এদিন সকাল থেকেই সুখবিলাসে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থ এবং এতিমদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন সন্ধ্যায় রোয়াজারহাট কেন্দ্রীয় জামে মসজিদে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে অংশ নেন রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক ফজলুল করিম তালুকদার, সদস্য তৈয়ব চৌধুরী, জাহাঙ্গীর আলম তালুকদারসহ মুসল্লীবৃন্দ শতাধিক উপস্থিত ছিলেন। এদিন বাদে যোহর চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে, বাদে আছর পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ এবং অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ, চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি ও শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ : পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাছান মাহমুদের পিতা অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হাফেজ মোহাম্মদ ইয়াছিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শওকত হোসেন, মোহাম্মদ ইসহাক, হেলাল তালুকদার, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, জসীম উদ্দিন, মোঃ সোহেল, সৈয়দ এরশাদুর রহমান টিংকু, মোঃ লোকমান প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন। মোনাজাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাহুল হোসেন সাচ্চুর মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র ওরশ কাল
পরবর্তী নিবন্ধসংখ্যাগুরুর চাপে আদিবাসীদের সংস্কৃতি পরিবর্তনের মুখোমুখি