নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কেটে জন্মদিন পালন এরপর দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, কেন্দ্রীয় সদস্য মো. ইদ্রিস। আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন শাহীন, নুরুল আবছার, আলী চৌধুরী, খুরশিদ হাসান, ইকবাল মোর্শেদ, কামরুল আলম, মোরশেদুল আলম, আব্দুল হান্নান, সাইফুদ্দিন বাবলু, যীশু নাথ, আব্দুল নুর, এস এম মনসুর টিটু, নাজমুল হুদা শিপন, দোলন বৈষ্ণব, এমকে আলম বাসেদ, নান্টু চৌধুরী, কার্তিক রঞ্জন শীল, মামুন বাদশা, রুবেল শীল, নজরুল ইসলাম, আব্দুল করিম, ফয়সাল হোসেন, প্রকৌশলী বাপ্পি, শুভাশিস চৌধুরী, রুবেল, অর্জুন প্রমুখ।

নগর স্বেচ্ছাসেবক লীগ
স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজ অডিটরিয়ামে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করা হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য নুরুল কবিরের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি র‌্যালি উপ-পরিষদের আহ্বায়ক এড. মো. তসলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাজী হেলাল উদ্দিন, আজাদ খান অভি, মুহাম্মদ আজিজ মিসির, দুলাল দেব নাথ, মো. সোলায়মান, আজিম উদ্দিন, জানে আলম, সাহেদ আলম রুবেল, নাসির উদ্দিন রাকিব। আরো উপস্থিত ছিলেন মো. রাশেদ, এবিএম শিহাব উদ্দিন, মোর্শেদ আলী রনি, বেলাল হিরা, আসিফ হায়দার, এইচ আর ডেবিট, এরশাদ খান চৌধুরী, ওমর ফারুক শাহেদ, ডা. জিয়াউদ্দিন, এড. রুবেল পাল, মো. আইয়ুব, মোস্তাক উদ্দিন সামাদ, হাসান মাহমুদ শামীম, আব্দুর রহমান, মো. হাসান, মোর্শেদ আলম জনি, শফিক আহমেদ রাজু, মো. আরিফ, সৈয়দ মোহাম্মদ শহীদ, ফরহান উদ্দিন নাজমুল, এড. সৌরভ দাশ, আরিফুল ইসলাম, বিপ্লব, সালাহউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়ায় রোগীদের সুবিধার্তে ফ্রি সিএনজি সেবা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সুরক্ষা সামগ্রী বিতরণ