নানা আয়োজনে সাদার্ন ভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। গত ১৬ ডিসেম্বর জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর বিএনসিসি ক্যাডেটদের কুছকাওয়াজ, আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, পিঠা উৎসব, কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।সভায় বক্তারা বলেন কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে সমতাভিত্তিক স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। শুধুমাত্র উদযাপনের মধ্যে মহান এ দিবসকে সীমাবদ্ধ না রেখে যথাযথভাবে মুক্তি যুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর সাবেক জিএস গোলাম জিলানীর স্মরণসভা
পরবর্তী নিবন্ধনাকে ব্যবহারের কোভিড টিকা বানাবে ইনসেপ্টা