যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে সারাদেশে ন্যায় চট্টগ্রামেও সরকারি–বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে গত সোমবার (১ মে) মহান মহান মে দিবস পালিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ : মহান মে দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, আবু জাফর, আবদুর রশিদ, আবদুল কাদের সুজন, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, এড. মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, বিজন চক্রবর্ত্তী, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, নাসির আহমদ চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, সেলিম নবী, আনোয়ার কামাল, এম এ মালেক, শামীমা হারুন লুবনা, মোহাম্মদ জোবায়ের, মমতাজ উদ্দিন, মুনিরুল হক, সুরেশ দাশ, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, আমানুর রশিদ হিরু, রাজিন দাশ রাহুল, মিজানুর রহমান, আবদুল মালেক খান, জীবন আরা বেগম প্রমুখ।
মহানগর শ্রমিক লীগ : সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, শ্রমজীবী জনতার বিজয় মানে আমাদের সকলের বিজয়। এই বিজয় নানাভাবে বাধাগ্রস্থ হচ্ছে। এই প্রত্যয়ে আমাদেরকে শ্রমজীবী জনতার সাথে কাঁধ মিলিয়ে এগুতে হবে। মে দিবস উপলক্ষে গত ১লা মে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, একটি মেধা সম্পন্ন জাতি গঠনে প্রযুক্তির সত্যিকার অনুভূতিগুলো প্রকাশ করা প্রয়োজন। আজকে ধ্বংসাত্মক রাজনীতি যারা করছে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় তারা অপরাধী। তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই। সমাবেশের শুরুতে মোজাম্মেল হোসেন কর্তৃক পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে বখতেয়ার উদ্দীন খানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবুল হোসেন আবু ও তোফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত মহান মে দিবসের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য এম.এ লতিফ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আব্দুল আহাদ, সৈয়দ মাহমুদুল হক, দেলোয়ার হোসেন খোকা, মাহফুজুর রহমান খান, লায়লা আক্তার এটলী, কাজী জসিম উদ্দীন, হাসান চৌধুরী, শেখ লোকমান হোসেন, আব্দুল মতিন মাষ্টার, আব্দুর রহিম, সাবের আহমদে, নুরুল আবছার, মোঃ ইব্রাহিম, প্রবীণ কুমার ঘোষ, সাইফুল ইসলাম মামুন, আব্দুল হান্নান, নাঈমুল ইসলাম ফটিক, মোঃ নাসির উদ্দীন, জামাল উদ্দীন লিটন প্রমুখ।
চবি : ‘শ্রমিক–মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’– শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। চবি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। চবি কর্মচারী ইউনিয়ন প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুন, চবি ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সদস্য মিজানুর রহমান ও আবুল হাসেম। পরে অনুষ্ঠানে উপাচার্য অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত ৪৪ জন ৪র্থ শ্রেণির কর্মচারীর মাঝে বিশেষ সহযোগিতার চেক প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, সরওয়ার হোসেন (খোকন), আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন প্রমুখ।
সাবেক মেয়র এম. মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মালিক–শ্রমিক ঐক্য ও সুসম্পর্ক অপরিহার্য। তিনি বলেন, মালিক–শ্রমিক একসূত্রে গাঁথা। মহান মে দিবস উদযাপন উপলক্ষে ‘শ্রমিক–মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’– এই প্রতিপাদ্যের উপর ১ মে মোস্তফা হাকিম শিল্প গ্রুপ এবং এইচ এম স্টীল–এর আয়োজনে অনুষ্ঠিত পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম এসব কথা বলেন। সকাল ১০টায় উত্তর কাট্টলীস্থ সাবেক মেয়রের এইচ এম ভবন অডিটরিয়ামে নারী শ্রমিক সমাবেশ এবং কর্ণফুলী থানাধীন জুলধা ডাঙ্গাচরে অবস্থিত এইচ এম স্টীল মিল অডিটরিয়ামে শ্রমিক সমাবেশ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে সভাপতিত্ব করেন অত্র ও শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম এবং এইচ এম স্টীল মিল অডিটরিয়ামে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ সামসুদ্দোহা। সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ এয়াকুব নবী, উৎপাদন ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সিরাজ, কোয়ালিটি ব্যবস্থাপক মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আল জাবেদ, কর্মকর্তা শামসুল আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম। অনুষ্ঠান শেষে মে দিবসে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান।
খুলশী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন : খুলশী থানা ও আকবরশাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যাগে আকবরশাহ সেভেন মার্কেটস্থ কার্যালয়ের সামনের থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন কন্ট্রাক্টরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, প্রধান বক্তা ছিলেন বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ফিরোজশাহ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁন, কৈবলধাম হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভুঁইয়া, কৈবলধাম হাউজিং সোসাইটি সি–ব্লক সাধারণ সম্পাদক শামিম আহাম্মদ সুমন, আমিনুল, খলিল, লিটন, এনামুল, শামিম, আনোয়ার, মিরাজ, মান্নান, জামাল, আমিন, সাইফুল ইসলাম মোড়ল, সোহেল, আকতার প্রমুখ।
হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন : আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে ১লা মে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাইগার পাস চত্ত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রিয় সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, আহমেদ মাহি রাসেল চৌধুরী, আবুল হোসেন আবু, সেলিম খান, খলিলুর রহমান, দিলীপ সরকার, শামসুদ্দিন চৌধুরী, কে এম মহিউদ্দিন, বশির আহমেদ। আরো বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত বিটু, শাহ আলম ফিরোজী, আব্দুর রহিম, শামসুল ইসলাম আরজু, জসিম উদ্দিন, আবুল ফয়েজ, দেলোয়ার হোসেন দুদু, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ রানা, মোঃ আবদুর রহমান, কাজল ইসলাম, আলমগীর হোসেন, মাইনুদ্দিন তাপস, আমির হোসেন, সোহেল মাহমুদ, সাইফুল ইসলাম শাহীন, আলমগীর হোসেন, মো. জসিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, বজলুর রহমান, জাকির হোসেন মহাজন, ইমাম হোসেন মাসুদ, রাসেল হাওলাদার, মো. সোহাগ প্রমুখ।
অটোরিকশা শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা ও অটেটেম্পো শ্রমিক ইউনিয়নের সমাবেশ ১লা মে সিআরবি চত্বরে ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদ হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহ–সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা হাসান মোল্লা, হাজী শফিক, কামাল ভান্ডারী, আলী আকবর, মো: মানিক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিএনজি অটোরিকশার জন্য নগরীতে স্ট্যান্ড বা পার্কিং–প্লেস দিতে হবে। স্ট্যান্ড বা পার্কিং প্লেস না দিয়ে বেআইনিভাবে নো–পার্কিং মামলা দেওয়া বন্ধ করতে হবে।
মোটর চালক লীগ : মহান মে দিবস উপলক্ষে আওয়ামী মোটর চালক লীগের বর্ণ্যাঢ্য র্যালি, শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে শ্রমজীবী মানুষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগ সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আরকান সড়ক শ্রমিক ইউনিয়ন নেতা আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল কবির সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ইমরান হোসেন রকি, সাইফুল ইসলাম সুমন, এরফানুর রহমান সুমন, সাইফুল হাকিম, মো. আলী, এরশাদুর রহমান রিয়াদ, ইয়াসিন চৌধুরী জনি, মিছবাহ উদ্দীন সিকদার প্রমুখ।
কোটস এমপ্লয়ীজ ইউনিয়ন : কোটস বাংলাদেশ লিঃ এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যেগে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি নগরীর সাগরিকা মোড়ে শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় গত ১ মে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুলতান আলী, নুর মোহাম্মদ, লিটন চন্দ্র নাথ, নুরুল কবির টিটু, এস এম আসাদুজ্জামান, সিকদার মিজানুর রাসেল, আলী আহসান চৌ, জহিরুল ইসলাম, নাজিমুদ্দিন শুভ, রুপন মজুমদার, রুবেল শীল, শিবলু, শাহাবুদ্দিন মোল্লা, জাবেদ, সোহেল, মোশারফ হোসেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ সংসদে উত্থাপিত অত্যাবশক পরিষেবা আইন ‘২০২৩ এর মধ্য দিয়ে পরিবহনসহ অন্যান্য শিল্প সেক্টরে ধর্মঘটসহ ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম নতুন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের পর এদেশে আইএলও কনভেনশন স্বাক্ষর ও রাষ্ট্র্রয়ভাবে মে দিবস পালন শুরু হলেও শ্রমিকদের ওপর বর্তমান সময়ে সবচেয়ে বেশী দমনপীড়ন চলছে। বকেয়া বেতন রেখে বে–আইনী লে–অফ, ছাঁটাই, বদলি, হয়রানির শিকার সব সেক্টরের শ্রমিক। সংগঠনের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ, বন্দরের সাবেক নেতা নুরুচ্ছাফা ভুঁইয়া, রেল শ্রমিক নেতা সাদেক আহমদ চৌধুরী, সিইউএফএলের প্রাক্তন নেতা আব্দুস সালাম বাবু, মাহাবুবুর রহমান, গার্মেন্ট শ্রমিক নেতা নুরুল আবছার লিটন প্রমুখ। পরে একটি লালপতাকা মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন : শ্রমিক–কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিক–কর্মচারীদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা ঘোষণার দাবিতে সমাবেশ ও র্যালি করেছে চট্টগ্রাম ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম। সোমবার নগরীর অলংকার মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. সোহাগ হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিউটি হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ–সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জনি শীল শিবু, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন হাওলাদার, অর্থ সম্পাদক মো. ছিদ্দিক মুন্সি, দপ্তর সম্পাদক মো. অহিদুল আলম, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যকরি সদস্য হালিমা বেগম, সদস্য ছকিনা আক্তার প্রমুখ।
সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ : চট্টগ্রামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ১ মে সকালে জামালখান চত্বরে ‘রক্তে ধোয়া মে, তোমায় সেলাম’ স্লোগানকে সামনে রেখে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়। উদীচী চট্টগ্রাম জেলার সহসভাপতি সুনীল ধরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভোমিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, চট্টগ্রাম থিয়েটারের দলপ্রধান অ্যাডভোকেট দীপক চৌধুরী, সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের দলপ্রধান সুজিত চক্রবর্তী, বোধন আবৃত্তি পরিষদের সঞ্জয় পাল, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের দলপ্রধান নন্দদুলাল গোস্বামী ও উদীচী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ।
এই আয়োজনে গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুরমন্ডল ও প্রবর্তক সংঘের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, সংগীত পরিবেশন করেন সংগীত ভবনের শিল্পীবৃন্দ, প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করে বোধন। দীপক চৌধুুরীর নির্দেশনায় চট্টগ্রাম থিয়েটার পরিবেশন করে নাটক ‘ধর্মঘট’।
টিইউসি : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল গেইটে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, মোহাম্মদ হানিফ, তফাজ্জল হোসেন প্রধান, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ শিপন মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মিজানুর রহমান, বিপ্লব চক্রবর্তী, প্রদীপ দাশ, মোহাম্মদ হানিফ, আদুরী কণা, মোতাহেরা বেগম সুমি, রোকসানা বেগম প্রমুখ।
রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা মোড়ে শতাধিক মেহনতি রিক্সাচালকদের গরমের পাতলা কাপড় এবং মাথার টুপি উপহার দিল রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন মোহরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহেদুল আলম সম্রাট, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো: জাহেদুল করিম বাপ্পী সিকদার, ব্যবসায়ী নাজিম উদ্দিন, প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফা, জিয়াউল হক, জামশেদুল আলম, সাইফুল ইসলাম, জুমাইদুল হাসান ও হ্নদয় প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য মজুরি দেওয়া উচিত।
কোটস এমপ্লয়ীজ ইউনিয়ন : কোটস বাংলাদেশ লিঃ এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যেগে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি নগরীর সাগরিকা মোড়ে শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় গত ১ মে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুলতান আলী, নুর মোহাম্মদ, লিটন চন্দ্র নাথ, নুরুল কবির টিটু, এস এম আসাদুজ্জামান, সিকদার মিজানুর রাসেল, আলী আহসান চৌ, জহিরুল ইসলাম, নাজিমুদ্দিন শুভ, রুপন মজুমদার, রুবেল শীল, শিবলু, শাহাবুদ্দিন মোল্লা, জাবেদ, সোহেল, মোশারফ হোসেন।











