নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

আজাদী ডেস্ক | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, জাগরণী প্রার্থনা, রক্তদান কর্মসূচি ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
পটিয়ায় বস্ত্র বিতরণ : পটিয়া উপজেলা জন্মাষ্টমী উৎযাপন পরিষদের উদ্যোগে রামকৃষ্ণ মিশনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার শ্যামল দে এর সভাপতিত্বে ও সঞ্জীব চক্রবর্তী টিংকুর সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমীর সহ-সভাপতি বিমল মিত্র।
হুইপ সামশুল হক চৌধুরী বলেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মানবতার বাতিঘর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বাংলাদেশ রচিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তের স্রোতের বিনিময়ে।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক ড. বিপ্লব গাঙ্গুলি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ইউএনও আতিকুল মামুন, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, ওসি রেজাউল করিম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক দিলীপ ঘোষ দিপু ও উপজেলার সাধারণ সম্পাদক রতন বিশ্বাস।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, রনবীর ঘোষ টুটুন, এড. কবি শেখর নাথ পিন্টু, প্রদীপ বিশ্বাস, বাবুল ঘোষ বাবুন, ঝুন্টু চৌধুরী, তাপস কুমার দে, তপন ধর, ঋষি বিশ্বাস, দেবর্ষী চক্রবর্তী, শিবু কান্তি দাশ, বিশ্বজিৎ দাশ, শিল্পী মিত্র, যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, উত্তম দে, নয়ন শর্মা, ডা. প্রসেনজিৎ মিত্র জয়, জয় প্রকাশ ধর, ইউপি সদস্য রনজিৎ চৌধুরী, টিটু দেব, রিংকি দেব, রেখা দাশ, শুক্লা চৌধুরী, বেবী নন্দী, রুপসী দাশ, মাধাই চন্দ্র নাথ, সুশীল দেবনাথ, মাস্টার টিটু দে, রাজীব সেন, মিটুন চৌধুরী, জুয়েল দাশ, যাদব সর্দ্দার, উজ্জল ভট্টচার্য, কাঞ্চন নাথ, লাকী দাশ, টিটন মজুমদার, বিপ্লব চৌধুরী, চম্পক মাস্টার প্রমুখ।
রাধাগোবিন্দ ও শান্ত নেশ্বরী মাতৃমন্দির: কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্ত নেশ্বরী মাতৃমন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে ১০৮শ্রীল শ্যামানন্দ দাস (শ্যামল সাধু) মোহন্ত মহারাডোর পৌরহিত্যে ভান্মাষ্টমী উৎসব উদযাাপিত হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- উষালগ্নে মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় সমবেত প্রার্থনা, শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে নগর প্রদক্ষিণে বর্ণাঢ্য শোভাযাত্রা, শোভাযাত্রায় বিভিন্ন ধরনের পৌরানিক লীলা প্রদর্শন করা হয়। সন্ধ্যায় পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে শ্রী কৃষ্ণের অভিযে, লীলাকীর্তন, ভোগ নিবেদন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মলীলা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় অংশগ্রহণ করেন ১০৮ শ্রীল শ্যামানন্দ দাস (শ্যামল সাধ) মোহন্ত মহারাজা, ১০৮শীল বলরাম দাস, ১০৮ শ্রীল নিবেদন দাস প্রমুখ।
বন্দর থানা জন্মাষ্টমী পরিষদ : বন্দর থানা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা চত্বরে কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ফেস্টুন ও বাদ্য বাজনা বাজিয়ে শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। বন্দর থানা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র সরকারের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পরিষদ কর্মকর্তা রতন দাশ, সমির দাশ, রতন কান্তি দাশ, সাগর দাশ লিটন, হিরেন্দ্র মোহন দাশ, সত্যজিত ঘোষ (মিঠু), অনিক চক্রবর্তী, মান্না দত্ত, আদিত্য ঘোষ (বাবুন), অলক দাশ (বাবু), দেবব্রত দাশ (শুভ), উৎসব রায়, শাওন শীল, উত্তম শীল, নির্মল দাশ, অপু মজুমদার, দেবরাজ দাশ, লিটন দাশ, প্রদীপ দাশ, তপন দাশ, অমি দাশ, বিকাশ দাশ, বিপ্লব দাশগুপ্ত, যীশু দাশ, টিটু দাশ, যীশু দাশ(২), রানা মল্লিক, পীযুষ চৌধুরী, ফেজুরাম দাশ, লিটন দাশ, মানিক দাশ, রুবেল কর, জনি দে, সুদিপ্ত দত্ত (জিমি), জয়দ্বীপ শীল, রতন দাশ, পাঁপড়ী কানন ঘোষ, ধলেশ্বরী দাশ, ধনপতি দাশ, বিপ্লব সুশীল, গঙ্গা দাশ, তাপস দাশ, পরিমল দাশ, সুমন দত্ত, শুভ দাশ, মুকুল চৌধুরী, অভি দাশ, প্রান্ত দাশ, অরুন দাশ, বিশ্বজিত দাশ ভুলু প্রমুখ।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে সনাতন হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় রাজারমাঠ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ বিভিন্ন দেব-দেবীর সাজ এবং রঙ-বেরঙের পোষাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে লক্ষীপদ দাশ, উজ্জ্বল কান্তি দাস, সুজন চৌধুরী সনজয়, অমল চৌধুরী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানমালা শুরু হয়েছে। প্রথমদিনে গতকাল বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পৌরশহরের চিরিঙ্গা সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে গিয়ে মিলিত হয়। এতে সনাতনী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় তাদের বর্জন করুন। গতকাল জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন। উদ্বোধক ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা। বিমল কান্তি দে আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপেন দেবনাথ প্রমুখ।
হাটহাজারী : সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সে শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠা, সত্যের পালন আর দুষ্টের দমন পালনার্থে এই মানব সমাজে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি শুক্রবার হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক নাথ।
মহান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন সবুজ। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক ও শিক্ষক নেতা শিমুল মহাজন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম মনজু, জাতীয় শ্রমিক লীগ উত্তর জেলার সভাপতি অ্যাড. মো. শামীম, সৈয়দ মনজুরুল আলম, লিটন মহাজন, বাবলু দাশ, সঞ্জয় ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহবায়ক ডা. অসীম দাশগুপ্ত। সাধারণ সম্পাদক ছোটন দাশ ও উদ্‌যাপন পরিষদের সচিব চন্দন নাথের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আশীষ দে, শ্যামল নাথ, তপন পাল, প্রকৌশলী আনন্দ নাথ, দিপেন দাশ, লিটন দাশ, লিটন পালিত, নিকু শীল, মুন্সি বিশ্বিজৎ দে, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বণিক, মুখেশ নন্দী, সত্যজিৎ নাথ, সুজন বণিক, ডা. জগদীশ চক্রবর্ত্তী, নয়ন চৌধুরী, সাহস শীল, ঋষিকেশ খাস্তগীর, রিখা শর্মা প্রমুখ।
কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে গতকাল বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্ণফুলী প্রকল্প হরিমন্দির থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেটে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শোভাত্রা সম্পন্ন হয়। শোভাযাত্রায় সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশু কিশোর এবং ভক্তরা অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। সভাপতিত্ব করেন কর্ণফুলী পেপার মিলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার।
ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য্য।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কার-বাইক সংঘর্ষ, নিহত ১
পরবর্তী নিবন্ধসূর্যসেন প্রীতিলতা কল্পনা দত্ত স্মারক বক্তৃতা অনুষ্ঠান