‘সুস্থ কিডনি সবার জন্য– অপ্রত্যাশিত দুর্যোগের প্রস্তুতি–প্রয়োজন ঝুঁকিপূর্ণদের সহায়তা’ প্রতিপাদ্যে গতকাল পালিত হল বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের ৯০টি দেশে এ দিবস পালন করা হয়ে থাকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামেও দিবসটি উদযাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি বিভাগ। সকাল ৯টায় মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। র্যালি শুরুর আগে বক্তব্য রাখেন কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কেক কাটার পাশাপাশি আউটডোরে রোগী ও সাধারণ মানুষের মাঝে কিডনি রোগ নিয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কিডনি বিভাগের সকল চিকিৎসক কর্মসূচিতে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।