বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা আনন্দ মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রও সৃষ্টি হতোনা। সংগঠনের ৭৪ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দানকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সহ সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, জাফর আহমেদ, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ স ম ইয়াছিন মাহমুদ, সরোয়ার হাসান জামিল, সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, রুমানা নাসরিন, সাদাত, আনোয়ার সাদী, লিপটন দেবনাথ লিপু প্রমুখ।
পটিয়া উপজেলা আ.লীগ : পটিয়া প্রতিনিধি জানান, হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, কারো তাবেদারি করে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসবে না। দেশের জনগণের ভোটেই শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ আবারও ক্ষমতায় আসবে। গতকাল শুক্রবার পটিয়া পৌরসদরস্থ একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা আ.লীগ আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, প্রদীপ দাশ, রাশেদ মনোয়ার, তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, আবদুল খালেক, মোহাম্মদ ছৈয়দ, শাহাদাত হোসেন ফরিদ, বিমল মিত্র, আবদুল্লাহ আল হারুন, আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী, এড. বেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, শহিদুল ইসলাম শামীম, মো. নাছির উদ্দিন, মো. ইউনুছ, নুরুল আলম, ফৌজুল কবির কুমার, শমসুল ইসলাম, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, মাস্টার রিটন নাথ, মাজেদা বেগম শিরু, আরাফাত শাকিল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
পটিয়া আ.লীগ : পটিয়া প্রতিনিধি জানান, আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়ায় দক্ষিণ জেলা আ.লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমই নেতা মোহাম্মদ নাছিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। র্যালি শেষে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আ.লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা সেলিম নবী, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়ুয়া, মাঈনুদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন তালুকদার, ছৈয়দ তালূকদার, আবদুল মালেক, অলক বড়ুয়া, প্রতীমা চৌধুরী, হাসিনা বেগম, রোকেয়া বেগম, জসিম উদ্দিন ইউনুছ চৌধুরী, সাইফুল আলম শাপলা, কুতুব উদ্দিন, জসিম উদ্দিন, ইমতিয়াজ সোহেল, আরমান, বোরহান উদ্দিন, আবু তাহের, শাহজাহান, এস এম পারভেজ, সাহেদ, জয়নুল, মিজান, রফিক, সাঈদুল আলম, ওয়াসিক সাকিব, সিরাজুল ইসলাম বাপ্পী, মুন্না প্রমুখ।
বোয়ালখালী উপজেলা আ.লীগ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, রেজাউল করিম বাবুল, শফিউল আলম, নুরুল আবছার হীরা, রুস্তম আলী আব্দুর রউফ, সাইদুর রহমান খোকা, এস.এম. জসীম চেয়ারম্যান, মোহাম্মদ মোকাররাম চেয়ারম্যান, শেখ শহিদুল আলম বাবর চৌং, দিদারুল আলম, শফিউল আজম শেফু চেয়ারম্যান, শামীম আরা বেগম, আব্দুল মান্নান রানা, ওয়াসিম মুরাদ, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন হাসান, এস.এম.ইয়াসির, এস.এম. জাকারিয়া, জনার্ধন চৌং রঘু, সেকান্দর আলম বাবর, আবুল মনসুর সিকদার, রাজীব চক্রবর্তী, ইসমাইল হোসেন চৌং আবু, আব্দুল্লাহ বিন হারুন রিপন, মিজানুর রহমান সেলিম, মনসুর আলম বাবলা, নাসির উদ্দিন, দিদারুল আলম (তাঁতী), সায়েম কবীর, ইকরামুল হক মুন্না, মাহাবুবুল আলম রাসেল, জাবেদ হোসেন, আরাফাত হোসেন তারেক, সালাউদ্দীন, তৌহিদ, শওকত, সাকিব প্রমুখ।
মৎস্যজীবী লীগ মহানগর : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক (বাবুল সরকার)। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ গফ্ফার কুতুবী, নগর মৎস্যজীবী লীগের সহ সভাপতি এ কে এম ফজলুল হক, টুটুল ভট্টাচার্য্য, হাফেজ ইসমাইল, সেলিম উল্লাহ, শাহেদ হায়দার খান, আনছার হোসাইন, প্রবীর দাশ, শামসুল আলম, রাসেল বড়ুয়া, মো. আজিজুল হক, মো. ইব্রাহিম, সেলিম উদ্দিন সেকু, সাইফুদ্দিন রাসেল, জয়নাল আবেদীন, সৈয়দ নুর, আব্দুর শুক্কুর, মহিউদ্দিন তারেক মো. জসিম, মো. হাবিব, মো. ইলিয়াছ, মো. সুমন, মো. মিন্টু প্রমুখ।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ : চকরিয়া প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে স্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের। পৌরশহরের জনতা মার্কেটস্থ জনতা টাওয়ারের দ্বিতীয় তলায় সুবিশাল পরিসরে কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ব্যক্তিগত অর্থায়নে দলীয় কার্যালয়টির কাজ শতভাগ সম্পন্ন করা হয়। এর পর গতকাল শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে স্থায়ী এই কার্যালয়টি উদ্বোধনসহ এদিন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। পৌরসভার সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ–সভাপতি ছৈয়দ আলম, জ্যেষ্ঠ নেতা রফিক উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, অধ্যাপক সুলতান আহমদ, আওয়ামী লীগ নেতা মো. বশিরুল আইয়ুব, রেজাউল করিম, কাউছার উদ্দিন কছিরসহ দলের উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়। আলোচনা সভা শুরুর আগে দলীয় সকলকে নিয়ে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।
চন্দনাইশ উপজেলা আ.লীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসদরস্থ শাহ আমিন উল্লাহ মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, সহ–সভাপতি বলরাম চক্রবর্ত্তী, মাস্টার আহসান ফারুক, পৌরসভা আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, নবাব আলী, এএসএম মুছা তছলিম প্রমুখ। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং আনন্দ র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাবেক মেয়র এম. মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম, আওয়ামী লীগের জন্ম এবং বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক মেয়র এম. মনজুর আলম এ কথা বলেন। মোহাম্মদ মনজুর আলমের নিজ উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা এইচএম ভবন অডিটরিয়ামে আয়োজিত এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সমাজসেবক মোহাম্মদ সাইফুল আলম। এতে আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ–সভাপতি লোমান আলী, মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ শাহিদুল আলম, বাদশা আলম, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামী লীগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে খতমে কোরানে পাক, মিলাদ মাহফিল ও মিসকিন এবং মসজিদের মুসল্লিদের মাঝে খাদ্য বিতরণ করেন সাবেক মেয়র এম. মনজুর আলম। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুস রজভী।
কোতোয়ালী থানা আ.লীগ : কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি মশিউর রহমান রোকন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, অ্যাড. মহিবুল্লাহ চৌধুরী, অ্যাড. রনি কুমার দে, সাঈদুল আরেফিন, এম.এ মোনায়েম, আবু বক্কর বক্কু, নাছির উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, কানন চৌধুরী, পীযুষ কান্তি বিশ্বাস, আফছার উদ্দিন চৌধুরী, এমএ সালাম, দীপক ভট্টাচার্য, কায়সার উদ্দিন, রাশেদ হোসাইন, মোহাম্মদ ইউনুস, এসকান্দর আলী, জাহাঙ্গীর আলম, মিথুন বড়ুয়া, খাইরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, ওমর ফারুক, আহমদ কবীর, শওকত ওসমান তানজির প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আ.লীগ : নগরীর ৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বি ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নয়নের সঞ্চালনায় ও সভাপতি জুলফিকার আলি মাসুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মোস্তফা কামাল বাচ্চু, মো. মোস্তফা, মো. ফাহিম উদ্দিন, মো. সেলিম বাদশা, মো. আরিফ, খোকন শীল, আবু হাওলাদার, বাচ্চু, লিটন, যুবলীগ নেতা তরিফ, সুমন আলি, নোমান, শামিম, সজল, হাছান, রিপন বিশ্বাস, শামীম, তারেক, স্বাধীন, আরাফাত প্রমুখ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আ.লীগ নেতা মো. আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত–সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, হাজি সিদ্দিক কোম্পানি, একেএম জাফরুল্লাহ চৌধুরী, বজল আহাম্মদ, আব্দুল মন্নান, শেখ শাহীন, মোহাম্মদ ইউসুফ, নটরাজ গুপ্ত, মো. শাহাবুদ্দিন, মাহমুদ বেলাল, মো. জামিল, সুমন নাগ, মোহাম্মদ সিরাজ, কাজী সাদেক,মো. মানিক, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ আরিফ, মো. জসিম, মোহাম্মদ সোহেল, হৃদয়, মো. ফারুক, মোহাম্মদ আমির প্রমুখ।
দক্ষিণ জেলা মহিলা আ.লীগ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা বিষয়ক সম্পাদক এড. কামরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আকতার চৌধুরী, দিলুয়ারা কায়েস সুমি, নুুড়িমন আকতার, সঞ্চিতা বড়ুয়া, জীবন আরা বেগম, হেলেন রশিদ, মোমোনা আকতার নয়ন প্রমুখ।
রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কেকে কাটা অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন– চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী আওয়ামী লীগের সহ–সভাপতি স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর হোসেন চৌধুরী। এমরুল করিম রাশেদ ও মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, ইকবাল হোসেন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, তরিৎ কান্তি দে, জাহিদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আব্দর রহিম, নিজাম উদ্দিন বাদশা, আবু তাহের, জসিম উদ্দিন শাহ্, কামাল উদ্দিন, হালিম আবদুল্লাহ, শেখ মুজিব রহমান চৌধুরী, শেখর বিশ্বাস, শওকত বিন ইউনুচ, জাহিদুল আলম, সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু, আবুল মুনছুর, আলমগীর বাবু, আবুল হাশেম সও, সৈয়দ আবুল মনছুর প্রমুখ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড আ.লীগ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহের সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ–সভাপতি ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলী হায়দার, আকলদার খান, আবদুল আওয়াল, খালেদ মোশারফ রকেট, সাহাবউদ্দীন, জসিম উদ্দিন, আলি ইসলাম সুরজ মিয়া, আবদুল মতিন, নজরুল ইসলাম, রিপন খান পাঠান, সরাফত হোসেন, মো. জাহাঙ্গীর, মো. আনু মিয়া, জামিল দেওয়ান, বাবুল ফরাজী, নুরুল ইসলাম, পার্থী বড়ুয়া, নাসির উদ্দীন প্রমুখ।
আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, জামশেদ ইসলাম, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, জাহাঙ্গীর কবির বাপ্পী, শেখ কামরুল হক, আবু তাহের তারেক, সাজ্জাদুল ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, স্বজল চৌধুরী, আনোয়ার হোসেন, খোরশেদুল ইসলাম, নাছির মামুন, মোহাম্মদ এরশাদ, সৌরভ জমাদার, জাকের হোসেন জসিম, দিদারুল হক, মাহাবুব খন্দকার প্রমুখ।
দামপাড়া : আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীর দামপাড়া মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল শেষে কোমলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আবদুর রহমান, সরোয়ার জাহান, নূরুল আনোয়ার, হেলাল উদ্দিন, সনত বড়ুয়া, শাখাওয়াত হোসেন স্বপন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, আবু বক্কর সিদ্দিকি, ইকবাল ইকরাম হোসেন চৌধুরী, শাহেদুল ইসলাম শাহেদ, আফতাব উদ্দিন রুবেল, আবুল বশর, শফিকুল হাসান রিপন, হীরু, জুয়েল, এড. সৈয়দ রবি, মো. সাইফুল করিম, ইঞ্জি. রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, আজাদ হোসেন, বাদশা, এরশাদ, শাওন, সুমন, সুভ্রত দাশ, ইফতি প্রমুখ।