নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত ২৬ মার্চ সকাল ৯টায় বিদ্যালয় মিলনায়তনে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী ও শিক্ষকবৃন্দ।

নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে নানা উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। গত ২৬ মার্চ সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেডক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দীন সিদ্দিকী শাহীন দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন। পরে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষককর্মচারী ও ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে অধ্যক্ষ বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নতি বিধানে আত্মনিয়োগ করার আহবান জানান। অধ্যাপক মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য, অধ্যাপক মো. হামিদুল্লা প্রমূখ। সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহ আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম।

প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ : প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার, সিনিয়র শিক্ষক সবুজ বিশ্বাস ও বিষ্ণুপদ পাল এবং কলেজ শাখার প্রভাষক সুপর্ণা চৌধুরী। আবৃত্তি করেন কলেজ শাখার প্রভাষক চন্দনা ভট্টাচার্য, সংগীত পরিবেশন করেন প্রভাষক মুক্তা দত্ত ও সিনিয়র শিক্ষক নীপা দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শাখার সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার দাশ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধটেকনাফে মানবপাচার চক্রের হোতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার