নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্‌যাপন

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ : চট্টগ্রাম মহানগর চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াপাড়া আমেনা বশর বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ। শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি সাজ্জাদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর, সেলিম উদ্দিন, পাঁচলাইশ থানা যুবলীগ নেতা পারভেজ, রিপন, মুসা, সিনিয়র সহসভাপতি তাসভীর আলম, সহ সাধারণ সম্পাদক ঈশান, শাকিল, মেহেদী হাসনাত, আশিক, মোহাম্মদ সাকিব প্রমুখ। পরে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেখ রাসেল স্মৃতি সংসদ শেখেরখীল ইউনিয়ন : শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ শেখেরখীল ইউনিয়ন কর্তৃক আয়োজিত জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা শেখেরখীল শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল সিকদার, বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শোয়াইব শিকদার, চাম্বল ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ দিদারুল আলম।

৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিবস ও শেখ রাসেল দিবস উদ্‌যাপিত হয়। এ উপলক্ষে উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা ও কেক কাটা উৎসব পালন করে। আলোচনা সভা সংগঠনের সহসভাপতি নুর আহমদের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী ওমর ফারুক, শামসুদ্দিন, জাফর আহমদ, সুকুমার শীল, ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী আফরোজা খানম, আব্দুল হক, সাদেকুর রহমান, সাবের আহমদ, সুমির মহাজন লিটন, হাজী মো: নাসির, আবছার খোকন, আবুল বসার খান, দিদারুল আলম নান্টু, জসিম উদ্দিন, আলী আজগর, মুসলিম উদ্দিন, মিজানুর রহমান, মো: পারভেজ, জোবায়ের বাসার, আরিফুর ইসলাম সায়মন, মো: বাপ্পি, মো: আলফাজ, শাহ নেওয়াজ, মহিউদ্দিন ও কামাল প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা এখলাসুর রহমান।

মমতা স্কুল এন্ড কলেজ : ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে মমতা স্কুল এন্ড কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মমতা কৈশোর কর্মসূচির উদ্যোগে ৭টি কিশোরকিশোরী ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুস্থ ও এতিমদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।সভায় বক্তারা বলেন, শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম অপরাধ করেছে। এ ধরনের নিষ্ঠুর ‘মার্সি কিলিং’ শুধু রাসেলের জীবনকেই কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তাঁর সব অবিকশিত সম্ভাবনাও।

ডা: ফজলুল হাজেরা ডিগ্রী কলেজে আলোচনা সভা : ডা: ফজলুল হাজেরা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম সন্তান শেখ রাসেল এর ৬০তম জন্মদিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিলশেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ছাত্রছাত্রীদের সৃজনশীল লেখনীতে শেখ রাসেলদেয়ালিকা প্রকাশ, র‌্যালি ও দোয়া মাহফিল। অধ্যক্ষ স্বপন কুমার নাথের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ সহিদুল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক মনোজ কুমার দেব, শিক্ষক মো: আমির হোসেন, শিক্ষক মো: আলমগীর হোসেন, ছাত্রী অনন্যা দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে মুনাজাত পরিচালনা করেন মো: আব্দুল আলীম।

আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর : শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর ও থানা ওয়ার্ডের উদ্যোগে নাসিরাবাদস্থ লডস্‌ ইন হোটেলের সামনে সিডিএ এভিওতে আলাচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। আমরা রাসেল পরিষদ নগর সেচ্ছাসেবকলীগ নেতা মহানগর আহবায়ক সাহেদুল আলম অপুুর সভাপতিত্বে ও নগর যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন টিটুর পরিচালায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য আফতাব উদ্দিন রুবেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা হাজী নাসির উদ্দিন। এতে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগ নেতা আব্দুল হালীম, মফিদুল হক মামুন, মো. দুলাল আহম্মেদ জিকু, মো. আমানুল্লাহ আমান। আরো বক্তব্য রাখেন খুলশী থানা আহবায়ক মোজাসের আলম, এয়াকুব হোসেন, আরমান মিয়া, মনির হোসেন, মো. শাকিল মিয়া, রাহুল দাশসহ বিভিন্ন থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্প থেকে অবৈধভাবে বের হওয়া ৫১ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধপ্রাণহরি আমীন একাডেমীতে শেখ রাসেল রোবটিক্স কর্ণার উদ্বোধন