নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ দরিদ্র ভাসমান পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কর্মী ওবাইদুল আলম শাকিল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। ওবাইদুল আলম শাকিল বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে একটি প্যাকেটে করে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের উপযোগী করে সরকারের উন্নয়ন কার্যক্রম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা ও আওয়ামী লীগের সমর্থনের পক্ষে যৌক্তিকতার বার্তা তুলে ধরা হয়েছে।’ উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন রাহাত, কাজী মো. নিজাম উদ্দিন, মো. মিজানুর রহমান আরফাত, মোহামদ ইলহাম চৌধুরী।

চান্দগাঁও থানা ও ৫নং মোহরা ছাত্রলীগ : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক ইমরান হোসেন জনির নেতৃত্বে চান্দগাঁও থানা ছাত্রলীগ ও ৫নং মোহরা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও চান্দগাঁও থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, খালেদ হোসেন খান মাসুক। এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, আবুল কালাম দুলাল, রোবায়েদ হোসেন, মেজবাহ উদ্দীন লিটন, ওসমান গনি, আবদুল শুক্কুর, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লোকমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান সোহেল, ইকবাল হোসেন জিকু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রাহুল দাশ, চান্দগাঁও থানা যুবলীগ নেতা প্রানেশ দেওয়ানজী, রেজাউল করিম বাবলু, আসলাম হাবীব, আরমান হোসেন, ডাক্তার আকাশ দাশ, মেহেদী হাসান রবিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আরিফ রেজা, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা রুস্তম ফারুক, সচিন ধর, আদিল, নিশান, মোহাম্মদ রায়হান উদ্দিন আসিফ, মোঃ তারেক, মোহাম্মদ ইফতিখার হোসেন ইভান, তানভীরুল আলম, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মোহাম্মদ শাহরিয়ার, বিজয় ভট্টাচার্য, হৃদয় বড়ুয়া, মাইকেল রাখাইন, সবুজ বড়ুয়া, ৫নং মোহরা ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমন, সাগর বড়ুয়া, সাগর আশ্চার্য, আসিফ, আরফাত, আতিক, মোহাম্মদ সাকিব মোহাম্মদ সানি, মোহাম্মদ রায়হান উদ্দিন, ওয়াহিদ, শুভ দাশ সৌকত, মোহাম্মদ ইমন, বিনয় ভট্টাচার্য, রাজেশ ভট্টাচার্য নিক, সায়েদ জয়নাল চৌধুরী প্রমুখ।

পূর্ব নাসিরাবাদ ও খুলশী থানা ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নাসিরাবাদ ও খুলশী থানা ছাত্রলীগের উদ্যোগে নগরীর নাসিরাবাদে কেক কাটা ও দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন, বিশেষ অতিথি মহানগর যুবলীগের সাবেক সদস্য আফতাব উদ্দিন রুবেল, নেতা হাজী নাসির উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক কাউসার বিন ইসলাম, জনি ইসলাম, তৌহিদুল ইসলাম, বায়োজিদ থানা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহসম্পাদক কাওসার বিন ইসলাম, মো. ইয়াকুব আলী, মনিরুল ইসলাম, মো. আরমান মিয়া, সাইফুল ইসলাম, মিনুল হক, রাফসান নেওয়াজ, মো শাকিল, মো, হোসেন, মো. জুয়েল, মো. সাদমান টিপু, মো. রনি তালুকদার, মো. জিয়াউর রহমান, বকিউর রহমান সোহেল, মাইনুল ইসলাম মুন্না, মো. আরমান হোসেন, মো. জীবন খান, মো. শাহরিয়ার টিপু, রাহুল দাশ, পার্থ দাশ, শৈবাল দাশ, মো. সাজ্জাদ হোসেন বাপ্পি, রুবেল হোসেন, সাঈদুর রহমান শাহীন, মো. তানজিদ খান বাবু, মো. শোয়েব চৌধুরী মুন্না, মো. ইয়াছিন, মো. ইব্রাহিম, মো. ফয়সাল, বাবুল, নিলয়, সাদ্দাম, মুন্না, আলমগীর প্রমুখ।

বোয়ালখালী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ : বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষাণ চৌধুরী পলাশ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয় দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ মোরশেদ আলম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী উপজেলা সহসভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, বোয়ালখালী স্যার আশুতো সরকারি কলেজের আহবায়ক প্রিতম দাশগুপ্ত, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক আলী আজগর, কাঁকন সেন, রবিন মজুমদার, শুভ দে, জুয়েল নাথ, জহুরুল ইসলাম, আবু সায়েম, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহব্বায়ক প্রিতম, কধুরখীল জলিল আম্বিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি টিনসু চৌধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নয়ন, আরমান, গৌরব, অর্পন, প্রিতম, দীপরাজ, সান্ত, সৌরভ, প্রমিজ, অমিত, ইরফান কাদের, সাজ্জাদ হোসেন, মইনুল ইসলাম, অপু সিকদার, প্রীতম শীল, অর্পণ চক্রবর্তী, সাজ্জাদ হোসেন, রাব্বি, বাপ্পী, হাবিব, জিসান চৌধুরী, অমিত চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার সুলতান ভাণ্ডার দরবারে ওরশ
পরবর্তী নিবন্ধআলেম ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা