চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বাণী অর্চনা সংসদের উদ্যোগে নানা উৎসব–আয়োজনে পালিত হয়েছে সরস্বতী পূজা। গতকাল বুধবার সকালে চমেক ক্যাম্পাসে দেবী অর্চনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এছাড়া পুষ্পাঞ্জলী ও ফল প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন উৎসব, ধর্মীয় সঙ্গীত, বিদ্যা সামগ্রী বিতরণ, অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. রবিউল করিম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, ডা. প্রণয় কুমার দত্ত, ডা. অজয় ঘোষ, ডা. অসীম কুমার চৌধুরী, ডা. সীমান্ত ওয়াদ্দাদার, ডা. দিলীপ চৌধুরী, ডা. পীযুষ মজুমদার, ডা. অঞ্জন বল ও চমেক ছাত্র–ছাত্রীরা। প্রেস বিজ্ঞপ্তি।











