নানা অজুহাতে ভোক্তাদের উপর জুলুম করছে একটি অসাধু চক্র

নাগরিক উদ্যোগের সভায় সুজন

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নানা অজুহাতে ভোক্তাদের উপর একটি অসাধু চক্র জুলুম করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার বিকেলে নাগরিক উদ্যোগের এক সভায় এ অভিযোগ করেন সুজন।
নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ এবং সদস্য সচিব মো. হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ কবির, রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, শিশির কান্তি বল, মোরশেদ আলম, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ মামুনুর রশীদ, জাহেদ আহমদ চৌধুরী, অনির্বান দাশ বাবু, সমীর মহাজন লিটন, সিরাজদৌল্লা নিপু, জমির উদ্দিন মাসুদ, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম লিটন, ফেরদৌস মাহমুদ আলমগীর, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, মো. জোবায়ের, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, ফয়সাল ওয়াসি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইভিএম ভোট ডাকাতি ও কারচুপির মেশিন
পরবর্তী নিবন্ধনাটাবের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান