নানার বাড়ি দাদার বাড়ি

আকতার হোসাইন | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

ইহান গেছে নানার বাড়ি
সবাই আছে আনন্দেই,
শূন্য এখন দাদুর বাড়ি
খেলনাপাতি জানান দেয়।

বলগুলো সব নিথর বসে
নীরব গাড়ি, খেলনা মাছ
বিকেল হলেই পার্কে গিয়ে
চড়বে না সে দোলনা আজ।

রাগ অভিমান কান্না হাসি
লুকোচুরি কিচ্ছু নেই
মিম্মি উয়ি অলস বসে
বাসায় যে আজ বিচ্ছু নেই।

মনখারাপের বারান্দাতে
দিদা বসে ফুল গোনে
কে ডাক দিল দাদু বলে
আসলে সে ভুল শোনে।

পূর্ববর্তী নিবন্ধমনটা হঠাৎ
পরবর্তী নিবন্ধঘুম ভাঙেনি ঘুম ভেঙেছে