নানার বাড়িতে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ঘাতক লাভলুর

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ নেওয়াজ লাভলুকে (৫৪) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বের) ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকায় তার নানার বাড়িতে আত্মগোপনে থাকার খবরে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘাতক লাভলুকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলার সে প্রধান আসামি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্টানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলুর কোদালের কোপে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ী শাহ আলম।

ঘটনার ২ দিন পর ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু ও তার দুই পুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপ তোষকের ব্যবসা করতো বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় মীরসরাইয়ে মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধ“টেকসই আবাসন : প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা