নানার বাড়িতে বেড়াতে এসে লোহাগাড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

লোহাগাড়া, চট্টগ্রাম | শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫ at ৭:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়ায় এলাকার প্রবাসী পারভেজের কন্যা তাবাস্সুম (৯) এবং পুত্র রেহান(৭)। তারা দুজন মায়ের সাথে গত ২রা এপ্রিল বিকেলে সুখছড়ি শায়ের পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।

জানা যায়, বাচ্চা দুটি মায়ের সাথে একই পুকুরে গোসল করতে যায়, পরক্ষণে মা মনে করেছে বাচ্চাগুলো গোসল করে চলে গেছে। মায়ের গোসল শেষে বাড়ি ফিরে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।

শেষে পুকুরে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, মা লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রলীগ ও আ.লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার