বৈশাখ এলো গঞ্জের মাঠে
নানান পসরায়,
মুড়িমুড়কি খেলনা পুতুল
আর নাগরদোলায়।
বৈশাখ এলো বটের ছায়ায়
রাখালিয়া সুরে,
রোদ পেরিয়ে বকের সারি
যাচ্ছে উড়ে দূরে।
বৈশাখ এলো নদীর কূলে
গাঙ শালিকের পাখায়,
ডুবসাঁতারে আপন মনে
খেলছে ঢেউয়ের মালায়।
বৈশাখ এলো ঈশান কোণে
কালো মেঘের গায়,
ঝড়ের বেগে এলোমেলো
বাতাস ছুটে যায়।